Tuesday, 5 May 2020

সৌম্যজিৎ আচার্য || এখানে কোনও বাধানিষেধ নেই || কবিতা

এখানে কোনও বাধানিষেধ নেই

সৌম্যজিৎ আচার্য 


প্রতি ছাদে মেলা আছে লোক
প্রতিটা জানলায় ঝুলছে তরুণীরা
তুমি চাইলে যাকে ইচ্ছে বেছে নিতে পারো
এ শহরে কোনও বাধানিষেধ নেই

এখানে বাড়ির দালানে বয়স্কদের
গমের মতো শুকতে দিয়েছে কেউ
তাদের কাছে গল্পের জন্য যাও

এ গাছ থেকে অন্য গাছে চলে গেছে তার
সেখানে ঝুলছে ছোট ছোট ছেলেমেয়ে
তাদের পেড়ে ইচ্ছে মতো ভাঁজ কর

চাইলে নদীও নিতে পার
কিংবা নৌকোর ওপর শুকতে দেওয়া উভলিঙ্গ লোক
যাকে ইচ্ছে বেছে নিতে পার
কোথাও কোনও বাধানিষেধ নেই

এখানে প্রতি ছাদে মেলা আছে সুখ
প্রতিটা জানলায় ঝুলছে কষ্টরা...


Wednesday, 22 August 2018

জল-চক্র ; জল-যোগ ,সৌমিত্র রায়, স্তুতি-কাব্য । বাংলা । নবপর্যায় ~৫৯৪ । ২২-০৮-২০১৮


জল-চক্র ; জল-যোগ
--------------
সৌমিত্র রায়

)স্তুতি-কাব্যঃ~ বিলাপ-যাপন(

ঠোঁট কি একার ; পাখির আছে ; গান শোনাবে ; মন ভোলাবে ;
ঠোঁট আকাশের ; ঝলসানো মেঘ ; দূর সংকেত ; বজ্র রবে ;

আচমন । ঠোঁটে জল । জলে ঠোঁট ।
ঠোঁট । পাখি । গান । মন । সংকেত ~

জলে কেন ; দাগ ; কান্নার ; কারা কাঁদে ; কারা ; কৈশিকীয় ক্রিয়ায় ; হে কান্না ; তাঁর কাছে যাও ; চিন্তন-খামে ; দ্বিমেরু ভ্রামক ; দ্রবীভূত করো তাঁর ; পাষাণ হৃদয় ; যাবে ; কার কাছে যাবে ; ঠিকানা কোথায় ?

বাষ্পীভবন \ বাষ্পত্যাগ
সৃষ্টি-চক্রে ; লিটল ম্যাগ
বৃষ্টিপাত
তুষারপাত
কার কবিতা ;
কার যেন হাত !!  

প্রাকৃতিক সম্পর্কের শান্তি বলয় । এক আঁচল রোদ্দুর । ঘাসের আঁচল । ঘাস । আঁচল । ঘাসফড়িং । ঠিকরে ছড়াচ্ছে আনন্দ । তার পায়ের কাঁটা থেকে । একটা ছাগলের জিভে । ঘাসের আত্মোৎসর্গ । গাছের শিকড়ে তার বন্দনা-ধ্বনি । নিভৃত উচ্চারণ । গাভীর শ্বাস-প্রশ্বাসে আঁচলের নড়ন । কার আঁচল । কার ?

প্রশ্ন-চিহ্ন, দুটো @ কথা~ অনেক  

চিন্তারা বায়বীয় । কান্নার বন্ধনী ) ইতিহাস ~ চড়ুই, নীলদাড়ি সুইচোরা পাখি, হুডেড সিল, ট্রি ক্যাঙ্গারু, চিল, শকুন, প্যারাপাখি, গয়লা হাঁস... এক আঁচল রোদ্দুর । কার আঁচলে কান্নার দাগ । কান্না । কার ?

কান্না একার ; পাখির আছে ?
কান্না ফেরে ; বন্যা হয়ে ; আমার কাছে ; তোমার কাছে
তার যে কোথায় যাওয়ার ছিল~
কার কাছে ?
ওই নারী তুই, তুই যে ধরা
কান্না যে তোর আঁচল ভরা ; ব্রহ্মলোকে  
কান্নাটাকে দে উপহার   
তাঁর কাছে
তাঁর কাছে
   
...চলছে...  ) ; মেদিনীপুর ; ২১-০৮-২০১৮ ; ২২-৩৬ ।। শান্তি ।।

Wednesday, 10 February 2016

শিল্প-সাহিত্যের প্রথম অনলাইন দৈনিক ‘বাংলা’ আত্মপ্রকাশ করেছিল ২০১১সালের ১৫ জানুয়ারী

শিল্প-সাহিত্যের প্রথম অনলাইন দৈনিক ‘বাংলা’ আত্মপ্রকাশ করেছিল ২০১১সালের ১৫ জানুয়ারী কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় জীবনানন্দ সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে। বছর দুই প্রকাশের পর দীর্ঘ বিরতি । আমরা আবার নবপর্যায়ে প্রতিদিন অনলাইনে ‘বাংলা’ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। দু মাস অন্তর মূদ্রণ সংস্করণ । সম্পাদনায় আছি সৌমিত্র রায় রাজেশচন্দ্র দেবনাথ শ্রীকান্ত ভট্টাচার্য পার্থসারথি শ্যাম । প্রকাশনায় আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় । বাংলা কবিতা জগতের প্রবীণ নবীন অনেকেই ইতিমধ্যে এই মহৎ কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করেছেন। তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। লেখকসূচি খুব শ্রীঘ্রই আমরা প্রকাশ করবো । আপনিও সাহিত্যের এই মহৎ কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে ফেলুন। লেখা পাঠান /গ্রাহক হোন । আপনার অংশগ্রহণে সফল হোক এই মহৎ উদ্যোগ ।

Saturday, 14 February 2015

কল্পনার পুরুষ # মৃণাল কোটাল

কল্পনার পুরুষ
মৃণাল কোটাল

একাকী রুমে সামনে টাঙ্গানো 
কল্পনার পুরুষ।
আয়নার সামনে সাজতে গিয়ে,
আদর করে বলি তোকেই ভালবাসি! 
সত্যিই কি তোকেই ভালবাসি?
কেন তাহলে আজও বলতে পারিনা।
কক্ষনো মাঝ রাতে দেওয়ালে টাঙ্গানো বড় ঘড়িটা 
গুনে ধিক, ধিক্‌, ধিক,আমার বুকের কম্পন।
আভিলাষী মন কক্ষনো পাশ বালিশে,
কল্পনার পুরুষ।
কখনও তুই।
চলতে,চলতে কোথাও দাঁড়িয়ে বিড়,বিড় করি,
কল্পনার পুরুষের সাথে।
চারদিক দেখে হাঁসি চোখের কোনে।
বন্ধুদের (মস্করা) একান্তে ভাবি,
রঙ দেয় প্রজাপতির পাখায়। 
সত্যই কি তুই সপ্নের পুরুষ?
আমি হয়তো সত্যই গোপনে তোকেই ভালবাসি!

http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

চকোলেটের মোড়ক দেবাশিস মুখোপাধ্যায়

চকোলেটের মোড়ক
দেবাশিস মুখোপাধ্যায় 

পড়ে থাকলেই তুলে নিচ্ছে 
ধূলোতে আঙুল 
ভেজা ঝরা মুকুলেরও 
ফাঁকার ভেতর ভরে দেওয়া 
মোড় পেরিয়ে আরেক মোড়ে
সে দেখছে বাচ্চারা বড়রা 
আনন্দে খাওয়ার পর
ফেলে যাচ্ছে চকচকে রাংতা 
আর মোড়ক 

১২.২.১৫
বাগনান
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

Chander Bhasha Pijus Kanti Sarkar

Chander Bhasha

Pijus Kanti Sarkar

Bhalobasa nirjane, dujan dujane/
Majhe shudhu ekti golap ekaki/
Ekti golap,bale othe,anek katha/
Nirabatar majhe akuli bikuli/
Asankhya rangin prajapatir kathakali.

http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

আয়তন রাজেশ চন্দ্র দেবনাথ

আয়তন 

রাজেশ চন্দ্র দেবনাথ 

দৃশ্যের শেষ অধ্যায়ে
পুড়ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি মন
টান পড়েছে সন্ধ্যা আলোয়
পাল্টে যাচ্ছে মা কালীর আয়তন ।
 
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in