জল-চক্র ; জল-যোগ
--------------
সৌমিত্র রায়
)স্তুতি-কাব্যঃ~ বিলাপ-যাপন(
ঠোঁট কি একার ; পাখির আছে ;
গান শোনাবে ; মন ভোলাবে ;
ঠোঁট আকাশের ; ঝলসানো মেঘ ;
দূর সংকেত ; বজ্র রবে ;
আচমন । ঠোঁটে জল । জলে ঠোঁট
।
ঠোঁট । পাখি । গান । মন ।
সংকেত ~
জলে কেন ; দাগ ; কান্নার ;
কারা কাঁদে ; কারা ; কৈশিকীয় ক্রিয়ায় ; হে কান্না ; তাঁর কাছে যাও ; চিন্তন-খামে ;
দ্বিমেরু ভ্রামক ; দ্রবীভূত করো তাঁর ; পাষাণ হৃদয় ; যাবে ; কার কাছে যাবে ;
ঠিকানা কোথায় ?
বাষ্পীভবন \ বাষ্পত্যাগ
সৃষ্টি-চক্রে ; লিটল ম্যাগ
বৃষ্টিপাত
তুষারপাত
কার কবিতা ;
কার যেন হাত !!
প্রাকৃতিক সম্পর্কের শান্তি
বলয় । এক আঁচল রোদ্দুর । ঘাসের আঁচল । ঘাস । আঁচল । ঘাসফড়িং । ঠিকরে ছড়াচ্ছে আনন্দ
। তার পায়ের কাঁটা থেকে । একটা ছাগলের জিভে । ঘাসের আত্মোৎসর্গ । গাছের শিকড়ে তার
বন্দনা-ধ্বনি । নিভৃত উচ্চারণ । গাভীর শ্বাস-প্রশ্বাসে আঁচলের নড়ন । কার আঁচল ।
কার ?
প্রশ্ন-চিহ্ন, দুটো @ কথা~
অনেক
চিন্তারা বায়বীয় । কান্নার
বন্ধনী ) ইতিহাস ~ চড়ুই, নীলদাড়ি সুইচোরা পাখি, হুডেড সিল, ট্রি ক্যাঙ্গারু,
চিল, শকুন, প্যারাপাখি, গয়লা হাঁস... এক আঁচল রোদ্দুর । কার আঁচলে কান্নার দাগ ।
কান্না । কার ?
কান্না একার ; পাখির আছে ?
কান্না ফেরে ; বন্যা হয়ে ; আমার কাছে ; তোমার কাছে
তার যে কোথায় যাওয়ার ছিল~
কার কাছে ?
ওই নারী তুই, তুই যে ধরা
কান্না যে তোর আঁচল ভরা ; ব্রহ্মলোকে
কান্নাটাকে দে উপহার
তাঁর কাছে
তাঁর কাছে
।
...চলছে... ) ; মেদিনীপুর ; ২১-০৮-২০১৮ ; ২২-৩৬ ।। শান্তি
।।
No comments:
Post a Comment