Wednesday 17 December 2014

লক্ষণ ঘোষের কবিতা

দর্পণে নেমে আসে
 
সন্ধ্যা বসেছে গৃহস্থ ঘরের দরজায়
একাকী আক্ষেপ চাঁদকে নিয়ে ।
 
বিকেলের বেলা চলে যাচ্ছে পশ্চিমে
 
নীল আকাশে শোবার ঘর দেখতে যাচ্ছে
মরমী মন ।
 
বুঁধা ছড়িয়ে মালভুমির মোরাম
চেয়ে থাকে নয়াগ্রাম ।
 
কে কার অভাব পূরন করে চাঁদ জানে ।
সন্ধ্যার অজানা ।

No comments:

Post a Comment