Saturday 14 February 2015

কল্পনার পুরুষ # মৃণাল কোটাল

কল্পনার পুরুষ
মৃণাল কোটাল

একাকী রুমে সামনে টাঙ্গানো 
কল্পনার পুরুষ।
আয়নার সামনে সাজতে গিয়ে,
আদর করে বলি তোকেই ভালবাসি! 
সত্যিই কি তোকেই ভালবাসি?
কেন তাহলে আজও বলতে পারিনা।
কক্ষনো মাঝ রাতে দেওয়ালে টাঙ্গানো বড় ঘড়িটা 
গুনে ধিক, ধিক্‌, ধিক,আমার বুকের কম্পন।
আভিলাষী মন কক্ষনো পাশ বালিশে,
কল্পনার পুরুষ।
কখনও তুই।
চলতে,চলতে কোথাও দাঁড়িয়ে বিড়,বিড় করি,
কল্পনার পুরুষের সাথে।
চারদিক দেখে হাঁসি চোখের কোনে।
বন্ধুদের (মস্করা) একান্তে ভাবি,
রঙ দেয় প্রজাপতির পাখায়। 
সত্যই কি তুই সপ্নের পুরুষ?
আমি হয়তো সত্যই গোপনে তোকেই ভালবাসি!

http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

চকোলেটের মোড়ক দেবাশিস মুখোপাধ্যায়

চকোলেটের মোড়ক
দেবাশিস মুখোপাধ্যায় 

পড়ে থাকলেই তুলে নিচ্ছে 
ধূলোতে আঙুল 
ভেজা ঝরা মুকুলেরও 
ফাঁকার ভেতর ভরে দেওয়া 
মোড় পেরিয়ে আরেক মোড়ে
সে দেখছে বাচ্চারা বড়রা 
আনন্দে খাওয়ার পর
ফেলে যাচ্ছে চকচকে রাংতা 
আর মোড়ক 

১২.২.১৫
বাগনান
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

Chander Bhasha Pijus Kanti Sarkar

Chander Bhasha

Pijus Kanti Sarkar

Bhalobasa nirjane, dujan dujane/
Majhe shudhu ekti golap ekaki/
Ekti golap,bale othe,anek katha/
Nirabatar majhe akuli bikuli/
Asankhya rangin prajapatir kathakali.

http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

আয়তন রাজেশ চন্দ্র দেবনাথ

আয়তন 

রাজেশ চন্দ্র দেবনাথ 

দৃশ্যের শেষ অধ্যায়ে
পুড়ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি মন
টান পড়েছে সন্ধ্যা আলোয়
পাল্টে যাচ্ছে মা কালীর আয়তন ।
 
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

"অনাবৃত বালুচরে নামো" সন্টু বিশ্বাস

"অনাবৃত বালুচরে নামো"

সন্টু বিশ্বাস
----------------------------------------
আজ পূর্ণিমা,হিংস্র রাহুর গ্রাসে ক্ষয়ে ক্ষয়ে যায় চাঁদ
তবুও নির্বাক জোছনা ছুঁয়ে কেটে গেছে কত বিনিদ্র রাতের প্রহর 
স্বপ্নোত্থিত বাসনার মতো
নির্নিমেষ স্তব্ধ দৃষ্টি নিয়ে পড়ে আছে আজও মরা নদীখাত,সুদীর্ঘ বালুচর
প্রবল গ্লানিতে কন্ঠার হাড় ওঠে উঁচিয়ে
শুধু নিছক আবৃত জৌলুসের তেজে কবেই অজান্তে
শিরা-উপশিরা ছিঁড়ে জীর্ণ অববাহিকায় নেমে গেছে ভাঙন
তবু তুমি মৌন,তবু তুমি সংযমী,তবু তুমি তপস্বী?
চেয়ে দেখো রাহুর গ্রাসে সাপের খোলসের মতো খ'সে গেছে তোমার শরীরী পোশাক
সেই স্বচ্ছতা নিয়ে দুরধিগম্য অতল থেকে উঠে এসো 
সঙ্গম বিভাজিকায়
অনাবৃত বালুচরে নামো কম্পিত কিরণের মতো
দেখো মরা নদীতে নেমেছে প্লাবনী জোয়ার
ভেসে আসে খড়কুটো তৃষিত গর্ভে------।

.....  http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

RITUPATH# Keshab Metya

RITUPATH# Keshab Metya
 
parone tar biroho ronger shari/
gopon haoa sheeter kaju bone/
akla baul sadhche sondhey tara/
monkharaper gandho khone khone..
pata jhora din elo j kache/
purano sako dakche bujhi tai/
shyamer banchi harie geche bone/
kunjo pathe ghungur khoje rai..
 
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

রিষা ও একটি বসন্ত/ রাণা বসু

রিষা ও একটি বসন্ত/ রাণা বসু
************************
শীতের আগল খুলে যাচ্ছে
ক্রমশ..
চ্ চ্ বেড়ি পড়ছে গলার চারপাশে
সব হলুদ সবুজ হতে
একটা চক্র লাগে
একটা ঋতু
একটা বসন্ত।

সোনালী দামে বিকোনো
সব ক্লোরোফিল মেজাজ হারাবে বলে
বিদায়ী সুর তুলছে গলায়

এখনও ফেব্রুয়ারি এলে
আমার তোমার কথা মনে পড়ে
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

অকাল বোধন ডাইরী

অকাল বোধন ডাইরী
@ মৌমিতা

১২ ই জুন ২০১২-
*********
ওপেন টেরেস এ প্রথম হাসনুহানা,
নিষিদ্ধ সুখ যেন হাসি 
ছড়িয়েছি অক্লেশে 
ইথার টোন অবাধ্য 
-'ওটা তোমার ই..
আজ ই দেবো.. বিকেলে'
শুঁয়োপোকা সব প্রজাপতি হয়েছিল নিমেষে..

২৫ আগস্ট,২০১২-
**********
- "পারলাম না যেতে
বড্ড চাপ..ভালো থেকো।"

কিভাবে ছুঁয়েছি সরোদ পুরুষ, 
কিভাবে ভেবেছি ওর ই কথা,
আগুন জানে তেমন খবর
অকাল বোধন চোখ ও জানে,
বোঝার আগেই ভিজিয়ে দিলো
দেখার যত কিছু...

নিথর আমি কথার কাছে
পরিস্থিতিই হৃদয়ছাড়া।

২০ নভেম্বর,২০১২-
***********
- 'বাড়ি থেকে হলে ঠিক ই তো হতে সব
তার চেয়ে চলো বয়ে চলি মোরা
প্রেম কবিতার বছর খানেক শব।"

হেসেছি আবার।
প্রেম ই বটে,
অকাল ভৈরব হোক,
অথবা ইমন পূরবী..

ওঠো নাগরিক সব,
বসন্ত এসে গেছে।
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

Akash Chhoya

SOUTIK HATI  

Chad dharte gie akash chhui/
torch jalte gie halogen/
ektaray uthe ase aschorjo Beethoven.  

Buk chinte gie asamudro deho/
mukh chinte gie hypothalamus/
andhakar hatre khuli rater antarbas.

http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

Friday 13 February 2015

আজ i-সোসাইটি দিবস ও ঋতুবরণ কবিতাবাসর

i-সোসাইটি দিবস ও ঋতুবরণ কবিতাবাসর
আজ ১ ফাল্গুন ১৪২১, ইং ১৪ ফেব্রুয়ারি ২০১৫ । আমরা মিলিত হচ্ছি বিকেল ৪ টায় , পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সংলগ্ন মাঠে । অনুষ্ঠিত হতে চলেছে  ঋতুবরণ কবিতাবাসর ও i-সোসাইটি দিবস পালনের সাপ্তাহিক অনুষ্ঠান । প্রকাশিত হচ্ছে  i-সাহিত্য ঋতুকালীন সংখ্যা । www.i-sahitya.blogspot.com এবং www.isociety.co.in -এ i-সাহিত্য ষষ্ঠ বর্ষ দ্বিতীয় সংখ্যা  । নিয়মিত সাপ্তাহিক মোবাইল পত্রিকা ePoems(Edi:SRoy) তো থাকছেই । সবান্ধবে উপস্থিত হন । সকলের সাদর আমন্ত্রণ ।