Wednesday 10 February 2016

শিল্প-সাহিত্যের প্রথম অনলাইন দৈনিক ‘বাংলা’ আত্মপ্রকাশ করেছিল ২০১১সালের ১৫ জানুয়ারী

শিল্প-সাহিত্যের প্রথম অনলাইন দৈনিক ‘বাংলা’ আত্মপ্রকাশ করেছিল ২০১১সালের ১৫ জানুয়ারী কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় জীবনানন্দ সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে। বছর দুই প্রকাশের পর দীর্ঘ বিরতি । আমরা আবার নবপর্যায়ে প্রতিদিন অনলাইনে ‘বাংলা’ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। দু মাস অন্তর মূদ্রণ সংস্করণ । সম্পাদনায় আছি সৌমিত্র রায় রাজেশচন্দ্র দেবনাথ শ্রীকান্ত ভট্টাচার্য পার্থসারথি শ্যাম । প্রকাশনায় আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় । বাংলা কবিতা জগতের প্রবীণ নবীন অনেকেই ইতিমধ্যে এই মহৎ কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করেছেন। তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। লেখকসূচি খুব শ্রীঘ্রই আমরা প্রকাশ করবো । আপনিও সাহিত্যের এই মহৎ কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে ফেলুন। লেখা পাঠান /গ্রাহক হোন । আপনার অংশগ্রহণে সফল হোক এই মহৎ উদ্যোগ ।

No comments:

Post a Comment