Saturday 14 February 2015

"অনাবৃত বালুচরে নামো" সন্টু বিশ্বাস

"অনাবৃত বালুচরে নামো"

সন্টু বিশ্বাস
----------------------------------------
আজ পূর্ণিমা,হিংস্র রাহুর গ্রাসে ক্ষয়ে ক্ষয়ে যায় চাঁদ
তবুও নির্বাক জোছনা ছুঁয়ে কেটে গেছে কত বিনিদ্র রাতের প্রহর 
স্বপ্নোত্থিত বাসনার মতো
নির্নিমেষ স্তব্ধ দৃষ্টি নিয়ে পড়ে আছে আজও মরা নদীখাত,সুদীর্ঘ বালুচর
প্রবল গ্লানিতে কন্ঠার হাড় ওঠে উঁচিয়ে
শুধু নিছক আবৃত জৌলুসের তেজে কবেই অজান্তে
শিরা-উপশিরা ছিঁড়ে জীর্ণ অববাহিকায় নেমে গেছে ভাঙন
তবু তুমি মৌন,তবু তুমি সংযমী,তবু তুমি তপস্বী?
চেয়ে দেখো রাহুর গ্রাসে সাপের খোলসের মতো খ'সে গেছে তোমার শরীরী পোশাক
সেই স্বচ্ছতা নিয়ে দুরধিগম্য অতল থেকে উঠে এসো 
সঙ্গম বিভাজিকায়
অনাবৃত বালুচরে নামো কম্পিত কিরণের মতো
দেখো মরা নদীতে নেমেছে প্লাবনী জোয়ার
ভেসে আসে খড়কুটো তৃষিত গর্ভে------।

.....  http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

No comments:

Post a Comment