Saturday 14 February 2015

অকাল বোধন ডাইরী

অকাল বোধন ডাইরী
@ মৌমিতা

১২ ই জুন ২০১২-
*********
ওপেন টেরেস এ প্রথম হাসনুহানা,
নিষিদ্ধ সুখ যেন হাসি 
ছড়িয়েছি অক্লেশে 
ইথার টোন অবাধ্য 
-'ওটা তোমার ই..
আজ ই দেবো.. বিকেলে'
শুঁয়োপোকা সব প্রজাপতি হয়েছিল নিমেষে..

২৫ আগস্ট,২০১২-
**********
- "পারলাম না যেতে
বড্ড চাপ..ভালো থেকো।"

কিভাবে ছুঁয়েছি সরোদ পুরুষ, 
কিভাবে ভেবেছি ওর ই কথা,
আগুন জানে তেমন খবর
অকাল বোধন চোখ ও জানে,
বোঝার আগেই ভিজিয়ে দিলো
দেখার যত কিছু...

নিথর আমি কথার কাছে
পরিস্থিতিই হৃদয়ছাড়া।

২০ নভেম্বর,২০১২-
***********
- 'বাড়ি থেকে হলে ঠিক ই তো হতে সব
তার চেয়ে চলো বয়ে চলি মোরা
প্রেম কবিতার বছর খানেক শব।"

হেসেছি আবার।
প্রেম ই বটে,
অকাল ভৈরব হোক,
অথবা ইমন পূরবী..

ওঠো নাগরিক সব,
বসন্ত এসে গেছে।
http://i-sahitya.blogspot.in/ & www.isociety.co.in

No comments:

Post a Comment