Wednesday, 17 December 2014

মৃণাল কোটাল-এর কবিতা

সন্ধ্যার আমন্ত্রণে
মুখ লুকায় যান্ত্রিক শহর।
বেলা ফুরানোর গানে,
মাতে না কিশোরীর মন।
নীল আকাশের দিকে মুখ করে চেয়ে থাকে
গজিয়ে উঠা অট্টালিকার শিরদাড়া।
বুঁদা হাতে শিতের সকালে খুকীর কান্না
পাঠশালা প্রলোভন ।
কে যেন গন্ধ ছড়ায়

No comments:

Post a Comment