সন্ধ্যার জমতে থাকা অন্ধকার হাতড়ে
খুঁজি ছায়াসঙ্গীর ছায়া ।
সব ছায়ার প্রচ্ছায়া নেই ।
বেলা বয়ে যায়
বইতে দাও ।
অবেলায় দৌড়েই যাবো আলোকবর্ষ ।
নীল সমুদ্র নেমে আসুক
আজানুলম্বিত দেহে ।
নীল হতে চাই না ।
আকাশকে ভাঁজ করে
হাতের মধ্যে রাখতে পারি না বলেই
এত মেঘ জমে ।
বোঁদে ছড়ালেই মোরাম হবে
দিনমজুরের ঘামপথে হাঁটবে
সংগ্রামী পিঁপড়ে ।
ঘাম ছড়াতে ছড়াতে
পথ হাঁটি । এভাবেই ।
দুশ্চিন্তার ডিহাইড্রেশন
তোয়াক্কা না করেই ।
কে তুমি আমার ভেতর ছায়ার দৈর্ঘ্য মাপো
আম কুড়ানো শৈশবের ?
No comments:
Post a Comment