সুত্রঃ সইন্ধ্যা বেলায় নীল আকাশে বুধা ছরাই কে
সন্ধ্যা আরতিতে
উঠোনের কোণে
তুলসীতলায় চাঁদ হামাগুড়ি খায়
সেই চাঁদে দাগ আছে
এবং আমাদেরও
বেলায় বেলায় সময় চলে যায়
গায়ের চামড়ায় সূর্যস্নানে স্নান করে
ক্লান্ত চোখে চেয়ে থাকি
অনন্ত দ্রাঘিমা রেখায়
নীল আকাশ
ধূসর ঘুঁটের থাবায়
আকাশ আলোয়
নিসর্গ মাটি
চেয়ে আছি এই
বোঁদে দানায় ভেসে ওঠে
লাল মোরামের ছায়ালি মেঠোপথ
ছড়ায় মনে নিঃসঙ্গ ধূলিকণার
বাতাস
যেখানে প্রশ্ন করি
নিজেকে
কে ?
No comments:
Post a Comment